উত্তর : যাবে না। বর্তমানে প্রচলিত কট বা বন্দক বলতে যা বুঝায় তা হল, ঋণগ্রহীতা জমি বন্দক রেখে ঋণদাতা থেকে নির্দিষ্ট পরিমাণে কয়েক বছর চুক্তি হিসাবে টাকা গ্রহণ করে এবং যতদিন পর্যন্ত টাকা পরিশোধ না করে, ততদিন পর্যন্ত ঋণদাতা উক্ত জমি থেকে উপকৃত হয়। এটা সম্পূর্ণ হারাম। কেননা মূলনীতি হল, ‘প্রত্যেক ঋণ (করজে হাসানাহ) যা লাভ আনয়ন করে তাই সূদ’ (ফাতাওয়া লাজনা আদ-দায়েমাহ, ১৪তম খণ্ড, পৃ. ১৭৬-১৭৭)। তবে টাকা ফেরত না দেয়ার শর্তে কয়েক বছরের চুক্তি জমি লিজ নেয়া জায়েয।
প্রশ্নকারী : আব্দুর রহীম, ঢাকা।