উত্তর : বিদ‘আত হবে না। যেকোন দিন যেকোন সময় যা শ্রোতাদের উপযুক্ত হবে সেদিন বা তখন ইলমী আলোচনাতে কোন বাধা নেই। বরং রাসূল (ﷺ) যখন সুযোগ পেতেন তখনই কথা বলতেন (ছহীহ বুখারী, হা/৬৮)। তারপরও একদিন নির্দিষ্ট করে নিয়েছিলেন ছাহাবীদের বাস্তব দ্বীন শিক্ষা দেয়ার জন্য (ছহীহ বুখারী, হা/১০১)।
প্রশ্নকারী : আব্দুর রউফ আল-আফীফী, ময়মনসিংহ।