উত্তর : আযানের জবাব দেয়াটাই উত্তম হবে। কারণ আযান ক্ষণিকের জন্য আসে আবার চলে যায়। কুরআন তেলাওয়াত যার বিপরীত যেকোন সময় পড়া যায়। রাসূল (ﷺ) বলেন, ‘যখন তোমরা মুআযযিনের আযান শোন তখন মুয়াযযিন যা বলে তোমরাও তাই বল’ (ছহীহ মুসলিম, হা/৩৮৪)। শায়খ ইবনু বায (রাহিমাহুল্লাহ)-কে এ বিষয়ে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, হাদীছের দাবী অনুযায়ী আযানের জবাব দিতে হবে (মাজমূঊ ফাতাওয়া ইবনু বায, ১০/৩৫৮ পৃ.)।
প্রশ্নকারী : মুহাম্মাদ শাকিল, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ঢাকা।