উত্তর : উক্ত হাদীছের ব্যাখ্যায় শায়খ আলী বিন সুলতান মুহাম্মাদ আল-ক্বারী (রাহিমাহুল্লাহ), ইমাম মুনাবী (রাহিমাহুল্লাহ) ও শায়খ ছালিহ আল-মুনাজ্জিদ (হাফিযাহুল্লাহ) কয়েকটি অর্থ প্রকাশ করেছেন। যথা (১) হতে পারে হাদীছটি বাহ্যিক অর্থেই বর্ণিত হয়েছে। অর্থাৎ খারিজীরা জাহান্নামের কুকুর হবে অথবা তারা জাহান্নামে কুকুরের আকৃতি ধারণ করবে। (২) অথবা তারা জাহান্নামের সর্বাধিক নিকৃষ্ট, জঘন্য ও তুচ্ছ অধিবাসী হবে, যেমন পশুদের মধ্যে কুকুর সর্বাধিক জঘন্য ও নিকৃষ্ট। (৩) অথবা তারা জাহান্নামে কুকুরের মত ঘেউ ঘেউ করে চিৎকার করতে থাকবে (মিরক্বাতুল মাফাতীহ, ২/২৩২৩ পৃ.; ফায়যুল ক্বাদীর, ১/৫২৮; ইসলাম সাওয়াল ওয়া জাওয়াব, ফৎওয়া নং০২২৫২৫১)।
প্রশ্নকারী : আব্দুল্লাহ, শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ।