উত্তর : তাহাজ্জুদের ছালাত আট রাক‘আত আদায় করে তিন রাক‘আত বিতর আদায় করা সর্বোত্তম’ (ছহীহ বুখারী, হা/২০১৩; ছহীহ মুসলিম, হা/৭৩৮)। তবে সর্বনিম্ন দু’রাক‘আত ছালাত আদায় করে এক রাক‘আত বিতর পড়লেও তাহাজ্জুদ আদায় হবে (আবূ দাউদ, হা/১৪৫১; তিরমিযী, হা/১৩৩৫, সনদ ছহীহ)।
প্রশ্নকারী : মিনহাজ পারভেজ, হড়গ্রাম, রাজশাহী।