উত্তর : উক্ত কথার কোন ভিত্তি নেই। ছহীহ হাদীসে মুছাফাহার অনেক ফযীলত বর্ণিত হয়েছে। রাসূল (ﷺ) বলেন, مَا مِنْ مُسْلِمَيْنِ يَلْتَقِيَانِ فَيَتَصَافَحَانِ إِلًّا غُفِرَ لَهُمَا قَبْلَ أَنْ يَفْتَرِقَا ‘দু’জন মুসলিম যখন সাক্ষাৎ করে এবং মুছাফাহা করে তখন তারা বিচ্ছিন্ন হওয়ার আগেই তাদেরকে মাফ করে দেয়া হয়’ (তিরমিযী, হা/২৭২৭; আবূ দাঊদ, হা/৫২১২, সনদ ছহীহ)। অন্যত্র বর্ণিত হয়েছে, ‘এক মুমিন যখন আরেক মুমিনের সাথে সাক্ষাৎ করে সালাম দেয় এবং মুছাফাহা করে তখন তাদের গুনাহসমূহ এমনভাবে ঝরে পড়ে যেভাবে (শীতকালে) গাছের পাতা ঝরে পড়ে’ (ত্বাবারাণী, আল-মু‘জামুল আওসাত্ব, হা/২৪৫; মাজমাউয যাওয়ায়েদ, হা/১২৭৬৬)।
প্রশ্নকারী : মাইনুল ইসলাম, দাশুড়িয়া, পাবনা।