উত্তর :আল্লাহ তা‘আলা বলেন, ذٰلِکَ ٭ وَ مَنۡ یُّعَظِّمۡ شَعَآئِرَ اللّٰہِ فَاِنَّہَا مِنۡ تَقۡوَی الۡقُلُوۡبِ ‘এটাই আল্লাহর বিধান এবং কেউ আল্লাহ্র নিদর্শনাবলীকে সম্মান করলে এ তো তার হৃদয়ের তাক্বওয়াপ্রসূত’ (সূরা আল-হজ্জ: ৩২)। মসজিদ ইসলামের অন্যতম নিদর্শনাবলীর অন্তর্ভুক্ত; বিধায় তার পবিত্রতা ও সম্মান রক্ষা করতে হবে। অনিচ্ছায় মাঝে মধ্যে মসজিদের দেওয়ালে লাগলে কোন সমস্যা নেই, তবে এ ক্ষেত্রে অবহেলা করা ঠিক হবে না।
প্রশ্নকারী : নিলয়, সাপাহার, নওগাঁ।