উত্তর : ইসলামের স্বর্ণযুগে মসজিদের বাইরে উঁচুস্থান থেকেই আযান দেয়া হত, যাতে করে দূরের মানুষ আযান শুনতে পায় (দ্র. আব্দুল মুহসিন আল-আব্বাদ, শারহু সুনানি আবী দাঊদ, ৩য় খণ্ড, পৃ. ৩৬৭)। বর্তমানে মাইকে আযান দেয়ার সময় হর্ণ মীনারের উপর থাকে। তাই মসজিদের যেকোন স্থানে দাঁড়িয়ে আযান দেয়া হয়। তবে স্থানগত সুন্নাত হল- মসজিদের বাহিরে আযান দেয়া। হাদীছে এসেছে, বনু নাজ্জার গোত্রের এক মহিলা বলেন, مِنْ أَطْوَلِ بَيْتٍ حَوْلَ الْمَسْجِدِ وَكَانَ بِلَالٌ يُؤَذِّنُ عَلَيْهِ الْفَجْرَ ‘মসজিদের কাছাকাছি জায়গার মধ্যে আমার ঘরটিই ছিল বেশী উঁচু। বেলাল (রাযিয়াল্লাহু আনহু) সে ঘরের ছাদে দাঁড়িয়েই ফজরের আযান দিতেন’ (আবু দাঊদ, হা/৫১৯ ‘মিনারের উপর থেকে আযান দেয়া’ অনুচ্ছেদ, সনদ হাসান)। উল্লেখ্য যে, বর্তমানে দ্বিতীয় আযানের নামে জুম‘আর দিনে ইমাম খুতবায় উঠার পর তার সামনে অতি ধীর কণ্ঠে আযান দেয়ার যে প্রথা চালু আছে, তা শরী‘আতে নতুন সৃষ্টি, যা অবশ্যই পরিত্যাজ্য।
প্রশ্নকারী : আবু বকর সিদ্দীক্ব, মোহনপুর, রাজশাহী।