উত্তর : উক্ত দাবী সঠিক নয়। এ মর্মে যে বর্ণনাগুলো এসেছে তা ছহীহ নয়। এগুলোর সনদে ও মতনে ত্রুটি রয়েছে (হাকেম, হা/৩৮২২; বায়হাক্বী, আল-আসমা ওয়াছ ছিফাত, হা/৮৩১-৮৩২; আক্বাইদুর রাফেযিয়াহ, পৃ : ১২৪)। তাছাড়া ইসরাঈলী বর্ণনা হিসাবে তাফসীরের কিতাবে এ ধরনের যে সমস্ত বর্ণনা এসেছে সেগুলো প্রচার করা উচিত নয় (আল-মাক্বাছিদুল হাসানাহ, পৃ : ১০২)।
প্রশ্নকারী : নাবিল, দিনাজপুর।