উত্তর : পারবে (ছহীহ বুখারী, হা/৫৯৬, ৫৯৮)। প্রথমতঃ এমনটা যেন না হয় সেটাই খেয়াল রাখতে হবে। কারণ আছর ছালাতের ব্যাপারে সর্বাধিক গুরুত্বারোপ করা হয়েছে। কারণ এক রাক‘আত এমনকি একটি সিজদা পরিমাণ সময় বাকী থাকলেও আছর পড়ার ব্যাপারে জোরালো নির্দেশ এসেছে। রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেন,
مَنْ أَدْرَكَ مِنَ الْعَصْرِ سَجْدَةً قَبْلَ أَنْ تَغْرُبَ الشَّمْسُ أَوْ مِنَ الصُّبْحِ قَبْلَ أَنْ تَطْلُعَ فَقَدْ أَدْرَكَهَا وَالسَّجْدَةُ إِنَّمَا هِىَ الرَّكْعَةُ
‘যে ব্যক্তি সূর্যাস্তের পূর্বে আছরের ছালাতের একটি সাজদাহ করতে পারল কিংবা সূর্যোদয়ের পূর্বে ফজরের ছালাতের একটি সিজদাহ করতে পারল সে উক্ত ছালাত পেয়ে গেল। এখানে সিজদাহ অর্হ রাক‘আত’ (ছহীহ বুখারী, হা/৫৭৯; ছহীহ মুসলিম, হা/৬০৯)। তারপরও মানুষ হিসাবে কোন কারণে ছালাত ছুটে গেলে সে ঐ ছালাত তখনই পড়বে, যখন তার স্মরণ হবে অথবা ঘুম থেকে জাগ্রত হবে (ছহীহ মুসলিম, হা/৬৮০; মিশকাত, হা/৬৮৪)।
প্রশ্নকারী : জোহরা, আশুলিয়া, ঢাকা।