উত্তর : মানত যদি আনুগত্য বা ভাল কাজের হয় বা নেক আমল হয়, তাহলে সেই কাজটি পরিপূর্ণ করা ফরয বা বাধ্যতামূলক। যদি কেউ পূরণ না করে থাকে, তাহলে তিনি গুনাহগার হবেন। আল্লাহ তা‘আলা বলেছেন, ‘তারা যেন তাদের মানতগুলো পূরণ করে’ (সূরা আল-হজ্জ : ২৯)। রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেন, ‘যদি কেউ আল্লাহর আনুগত্যপূর্ণ কাজের মানত করে, তবে সে যেন তা পূর্ণ করে’ (ছহীহ বুখারী, হা/৬৬৯৬, ৬৭০০; মিশকাত, হা/৩৪২৭)। এখন আপনি যদি মানত করার সময় একাই একটি জালসা করার মানত করে থাকেন, তাহলে আপনাকে একাই আয়োজন করতে হবে। আর যদি অন্য কোন জালসায় টাকা দিয়ে অংশগ্রহণ করার নিয়ত করে থাকেন, তাহলে তা সেভাবেই পূরণ করতে হবে। রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেন, ‘সকল কাজ নিয়তের উপর নির্ভরশীল’ (ছহীহ বুখারী, হা/১)।
প্রশ্নকারী : তরিকুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ।