উত্তর : এ ধরনের হাদীছের অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। বরং এর বিপরীতে ছহীহ হাদীছ রয়েছে। রাসূল (ﷺ) কোন মৃত ব্যক্তির বাড়িতে গিয়ে আহার করেননি, বরং তিনি মৃতের পরিবারের জন্য আহারের ব্যবস্থা করতে বলেছেন। আব্দুল্লাহ ইবনু জাফর (রাযিয়াল্লাহু আনহু) বলেন, রাসূল (ﷺ) বললেন, ‘তোমরা জাফরের পরিবারের জন্য খাবার তৈরি করো। কারণ তাদের কাছে এমন দুঃসংবাদ এসেছে যা তাদেরকে ব্যস্ত রাখবে’ (আবূ দাঊদ, হা/৩১৩২; তিরমিযী, হা/৯৯৮)।
প্রশ্নকারী : মশিউর রহমান, পাবনা সদর।