উত্তর : রাসূল (ﷺ) বলেন, ‘তোমরা আমাকে যেভাবে ছালাত পড়তে দেখ সেভাবে ছালাত পড়’ (ছহীহ বুখারী, হা/৬৩১)। রাসূল (ﷺ) ফজরের ছালাতে, মাগরিব ও এশার ছালাতের প্রথম দুই রাক‘আতে শব্দ করে তেলাওয়াত করতেন। আর বাকী ছালাতে চুপে চুপে তেলাওয়াত করতেন। জুবাইর ইবনু মুতঈম (রাযিয়াল্লাহু আনহু) বলেন, ‘আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে মাগরিবের ছালাতে সূরা তূর তেলাওয়াত করতে শুনেছি’ (ছহীহ বুখারী, হা/৭৩৫)। বারা (রাযিয়াল্লাহু আনহু) বলেন, ‘আমি নবী (ﷺ)-কে এশার ছালাতে ‘ওয়াত ত্বীনি ওয়ায যাইতূন’ পড়তে শুনেছি। আমি তাঁর চেয়ে সুন্দর কণ্ঠের তেলাওয়াত শুনিনি’ (ছহীহ বুখারী, হা/৭৬৯)। জিনদের উপস্থিত হওয়া ও নবী (ﷺ) থেকে কুরআন শুনা প্রসঙ্গে ইবনু আব্বাস (রাযিয়াল্লাহু আনহুমা) হতে বর্ণিত, একদা রাসূল (ﷺ) তাঁর ছাহাবীদেরকে নিয়ে ফজরের ছালাত আদায় করছিলেন। যখন তাদের কানে কুরআন পৌঁছল তখন তারা মনোযোগ দিয়ে কুরআন শুনল’ (ছহীহ বুখারী, হা/৭৩৩)। এ হাদীছগুলো প্রমাণ করে যে, নবী (ﷺ) উচ্চৈঃস্বরে তেলাওয়াত করতেন যাতে করে উপস্থিত লোকেরা শুনতে পায়। আর মুছল্লীরা আস্তে আস্তে ক্বিরাত পড়বে।
প্রশ্নকারী : আসআদ, পানছড়ি, খাগড়াছড়ি।