প্রশ্ন (১৯) : মায়ের সম্পদে মেয়েদের বা বোনদের অংশ কি বেশি থাকে?
উত্তর : বেশি থাকে না। আল্লাহ বলেন, لِلذَّکَرِ مِثۡلُ حَظِّ الۡاُنۡثَیَیۡنِ ‘এক পুত্রের অংশ দুই কন্যার অংশের সমান’ (সূরা আন-নিসা : ১১)। তাই পিতা-মাতা যারই সম্পদ হোক কুরআনের ফায়সালা অনুযায়ী মেয়েরা ছেলেদের অর্ধেক অংশ পাবে।
প্রশ্নকারী : মীযান বিন আব্দুর রহমান, নীলফামারী।