উত্তর : কোন কোন ঘর, যানবাহন এবং স্ত্রীলোকের ভিতরে আল্লাহ তা‘আলা বিশেষ কোন উদ্দেশ্যে অমঙ্গল নির্ধারণ করে থাকেন। হতে পারে ক্ষতির উদ্দেশ্যে কিংবা কল্যাণ প্রতিহত করার উদ্দেশ্যে বা অন্য কোন উদ্দেশ্যে। তবে দু‘আ কিংবা সৎ আমলের মাধ্যমে উক্ত অকল্যাণ দূরও হতে পারে। তাছাড়া এই ঘর বিক্রি করে অন্য ঘরে চলে যাওয়াতে কোন দোষ নেই। হতে পারে অন্য ঘরে চলে যাওয়াতেই তার জন্য কল্যাণ রয়েছে। নবী কারীম (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, إِنَّمَا الشُّؤْمُ فِىْ ثَلَاثَةٍ فِى الْفَرَسِ وَالْمَرْأَةِ وَالدَّارِ ‘তিনটি বস্তুর মধ্যে অকল্যাণ রয়েছে। ঘোড়া, স্ত্রীলোক এবং ঘর’ (ছহীহ বুখারী, হা/২৮৫৮ ও ৫৭৭২)। অতএব কোন যানবাহন অকল্যাণকর হতে পারে, কোন কোন স্ত্রীলাকের মাঝে অকল্যাণ থাকতে পারে এবং কোন কোন ঘরেও তা থাকতে পারে। মানুষ যখন এ জাতীয় কিছু দেখতে পায়, সে যেন মনে করে এটা আল্লাহর পক্ষ হতে নির্ধারিত। কোন না কোন উদ্দেশ্যে আল্লাহ এ জাতীয় অকল্যাণ নির্ধারণ করে থাকেন। যাতে করে মানুষ এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত হয় (ফাতাওয়া আরকানুল ইসলাম, প্রশ্ন-৯২)।
প্রশ্নকারী : মুহাম্মাদ ইউনুস, নাটোর।