উত্তর : পাবে। রাসূলুল্লাহ (ﷺ) বলেন, ‘কোন মুসলিম কোন গাছ লাগালে বা বীজ বপন করলে; এর থেকে যদি কোন পাখি, মানুষ বা পশু ভক্ষণ করে তাহলে এটি তার জন্য ছাদাক্বাহ’ (ছহীহ বুখারী, হা/২৩২০)। মুসলিম বান্দা যে বীজগুলো বপন করে কিংবা খেজুর বৃক্ষ বা অন্য যে গাছগুলো লাগায় সেগুলোর জন্য সে ছওয়াব পাবে। এর থেকে যা কিছু গ্রহণ করা হয়; যেমন এই সবুজ ভূমিতে কোন পশু চরল, কিংবা পাখি খেল কিংবা কোন মানুষ এর থেকে ভক্ষণ করল; এগুলো তার জন্য ছাদাক্বাহস্বরূপ। অনুরূপভাবে এর থেকে যা কিছু সংগ্রহ করা হবে, মানুষকে দান করা হবে সেটাও ছাদাক্বাহ। অনুরূপভাবে এর থেকে যা কিছু নিজের পরিবারকে দিবে সেটাও ছাদাক্বাহ। এগুলো সবই এই গাছের মাধ্যমে তার জন্য অর্জিত কল্যাণ (শায়খ বিন বায, ফাতাওয়া নূরুন ‘আলাদ র্দাব, ২/১২১৫ পৃ.)।
প্রশ্নকারী : আখতারুল ইসলাম, সাতক্ষীরা।