উত্তর : কোন কোন সময় বসত ঘর, যানবাহন কিংবা কোন কোন স্ত্রী কুলক্ষণে হতে পারে। তাই এ ধরনের বাসা বিক্রি করে দিয়ে অন্য বাসায় স্থানান্তরিত হতে কোন অসুবিধা নেই। নবী (ﷺ) বলেন, ‘তিনটি জিনিসের মাঝে কুলক্ষণ রয়েছে: ঘর, নারী ও ঘোড়ার মধ্যে’ (ছহীহ বুখারী, হা/৫৭৭২)। সুতরাং কোন কোন যানবাহন কুলক্ষণে হতে পারে এবং কোন কোন স্ত্রী কুলক্ষণে হতে পারে। কোন কোন বাড়ী কুলক্ষণে হতে পারে। যদি কেউ এমন কিছু দেখতে পায় তাহলে তার জেনে রাখা উচিত যে, এটি আল্লাহ তা‘আলার পক্ষ থেকে নির্ধারিত। আল্লাহ তা‘আলা তাঁর হেকমত অনুযায়ী এটি তাক্বদীরে রেখেছেন; যাতে করে সে ব্যক্তি অন্য কোন স্থানে স্থানান্তরিত হয়। আল্লাহ্ই সর্বজ্ঞ (ফাতাওয়াল আক্বীদা, পৃ. ৩০৩)।
প্রশ্নকারী : নাহিদ, সাতক্ষীরা।