উত্তর : উক্ত টাকা সূদমুক্ত হালাল হলে খাওয়া যেমন জায়েয, ঠিক তেমনি ঐ টাকা দিয়ে হাজ্জ বা উমরাহ করাও জায়েয। কেননা তা চাকুরীকালীন প্রাপ্য বেতনের কর্তিত অংশ। পেনশনের টাকা সংশ্লষ্টি ব্যক্তির মালিকাধীন সম্পদ হিসাবেই বিবেচিত হয়। সুতরাং প্রশ্নে বর্ণিত পেনশনের টাকা দিয়ে হাজ্জ বা উমরাহ করা যাবে (বাদায়িউছ ছানাঈ, ৩/৪৫ পৃ.)। তবে অবশ্যই সূদের অংশ মিশ্রিত করা যাবে না।
প্রশ্নকারী : মুহাম্মাদ নিজাম উদ্দিন, চট্টগ্রাম।