উত্তর : অন্যায়ের প্রতিবাদ করা মুসলিমদের অন্যতম একটি বৈশিষ্ট্য এবং ফিতরাত। আর সরকার বা রাষ্ট্রপ্রধান হলেও অন্যায়ের প্রতিবাদ করতে ইসলামে কোন নিষেধাজ্ঞা নেই। রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেন, ‘সর্বশ্রেষ্ঠ জিহাদ হল অত্যাচারী শাসকের সামনে হক কথা বলা’ (আবূ দাঊদ, হা/৪৩৪৪, সনদ ছহীহ)। তবে ইসলাম স্বীকৃত প্রতিবাদের পদ্ধতি রয়েছে। আবু সাঈদ খুদরী (রাযিয়াল্লাহু আনহু) বলেন, আমি রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-কে বলতে শুনেছি। তিনি বলেন, তোমাদের কেউ গর্হিত কাজ হতে দেখলে সে যেন স্বহস্তে বা শক্তি প্রয়োগ করে পরিবর্তন করে দেয়, যদি তার সে ক্ষমতা না থাকে তবে মুখ দ্বারা এর পরিবর্তন করবে। আর যদি সে সাধ্যও না থাকে, তখন অন্তর দ্বারা করবে। এটা ঈমানের দুর্বলতম স্তর (ছহীহ মুসলিম, হা/৮১)। যেমন উপরে আবূ দাঊদে বর্ণিত হাদীছে বলা হয়েছে যে, জিহাদ হল হক্ব কথা বলা; সরাসরি অস্ত্র ধরার কথা বলা হয়নি বা তার বিরুদ্ধে বিদ্রোহ করার কথা বলা হয়নি।
প্রশ্নকারী : হাফিজুল ইসলাম ইমন, খিলগাঁও, ঢাকা।