উত্তর : এ প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামীন বলেন
ضَرَبَ اللّٰہُ مَثَلًا لِّلَّذِیۡنَ کَفَرُوا امۡرَاَتَ نُوۡحٍ وَّ امۡرَاَتَ لُوۡطٍ ؕ کَانَتَا تَحۡتَ عَبۡدَیۡنِ مِنۡ عِبَادِنَا صَالِحَیۡنِ فَخَانَتٰہُمَا فَلَمۡ یُغۡنِیَا عَنۡہُمَا مِنَ اللّٰہِ شَیۡئًا وَّ قِیۡلَ ادۡخُلَا النَّارَ مَعَ الدّٰخِلِیۡنَ
‘আল্লাহ কাফিরদের জন্য নূহ ও লূত্বের স্ত্রীর দৃষ্টান্ত উপস্থিত করেছেন; তারা ছিল আমার বান্দাদের মধ্যে দুই সংকল্প পরায়ণ বান্দার অধীন। কিন্তু তারা তাদের প্রতি বিশ্বাসঘাতকতা করেছিল, ফলে নূহ ও লূত্ব তাদেরকে আল্লাহর শাস্তি হতে রক্ষা করতে পারল না এবং তাদেরকে বলা হল, জাহান্নামে প্রবেশকারীদের সাথে তোমরাও তাতে প্রবেশ কর’ (সূরা আত-তাহরীম : ১০)। উক্ত আয়াতের তাফসীরে ইমাম ত্বাবারী (রাহিমাহুল্লাহ) নূহ ও লূত্বের স্ত্রী অন্য ধর্মের ছিলেন বলে উল্লেখ করেছেন, তবে নূহ (আলাইহিস সালাম)-এর স্ত্রী কাফের ছিল মর্মে স্পষ্টভাবে উল্লেখ করেছেন (দ্র. : তাফসীরে তাবারী)।
প্রশ্নকারী : মাহমূদ, বিরল, দিনাজপুর।