উত্তর : রুকূ‘ ও সিজদা করতে অক্ষম ব্যক্তি চেয়ারে বসে ইশারা করে রুকূ‘ ও সিজদা করতে পারবে। তখন রুকূর চেয়ে সিজদায় মাথা একটু নীচু করবে। কিন্তু বালিশ বা অন্য কোন বস্তুর উপর সিজদা দিবে না। এটা নিষিদ্ধ (বায়হাক্বী, সুনানুল কুবরা হা/৩৮১৯; সনদ ছহীহ, আলবানী, ছিফাতু ছালাতিন নাবী, পৃঃ ৭৮)। তবে সে যদি দাঁড়াতে সক্ষম হয় তাহলে অবশ্যই দাঁড়িয়ে ছালাত শুরু করবে এবং রুকূ‘ ও সিজদা করার সময় চেয়ারে বসে যাবে। রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন,صَلِّ قَائِمًا فَإِنْ لَمْ تَسْتَطِعْ فَقَاعِدًا فَإِنْ لَمْ تَسْتَطِعْ فَعَلى جَنْبٍ ‘ছালাত দাঁড়িয়ে আদায় করবে। যদি তাতে সক্ষম না হও তাহলে বসে আদায় করবে। যদি তাতেও সক্ষম না হও তাহলে (শুয়ে) কাত হয়ে আদায় করবে’ (ছহীহ বুখারী, হা/১১১৭; আবূ দাঊদ, হা/৯৫২)।
প্রশ্নকারী : আবু তাহের, রাজশাহী।