উত্তর : ফিতনার আশংকা না থাকলে বিয়ের অনুষ্ঠানে যেতে শারঈ কোন বাধা নেই। এক্ষেত্রে যদি অবিবাহিত বালেগা হয়, তাহলে তার অভিভাবক পিতা/বড়ভাই এর নিকট থেকে এবং বিবাহিত হলে তার স্বামীর নিকট থেকে যথাযথ অনুমতি নিতে হবে এবং সাথে মাহরাম থাকতে হবে (মুসনাদে বাযযার, হা/৭৪৮০; মিশকাত, হা/৩২৫৪, সনদ ছহীহ)। বিয়ে-শাদীতে কোন প্রকার অশ্লীলতা ও নোংরামির স্থান নেই, বর্তমানে যা হরহামেশা ঘটছে। এরকম বিয়ের অনুষ্ঠান করা যেমন হারাম, তেমনি সেখানে যাওয়াও হারাম। উল্লেখ্য, মেয়েদের বৈধ কাজে এবং বৈধ কোন স্থানে যাওয়ার ক্ষেত্রে শর্তসাপেক্ষে শরী‘আতের কোন নিষেধাজ্ঞা নেই। এ ব্যাপারে নির্দেশনা হল- তাদের দূরে সফরের ক্ষেত্রে অবশ্যই সাথে মাহরাম থাকা আবশ্যক, যদিও সে সফর হজ্জ বা কোন ইবাদতের সাথেও সম্পৃক্ত হয়’ (ছহীহ বুখারী, হা/৩০০৬; মিশকাত, হা/২৫১৩)।
প্রশ্নকারী : সুরাইয়া আকতার, চুয়াডাঙ্গা।