উত্তর : তওবা করে ক্ষমা চাইলে ক্ষমা পাবে ইনশাআল্লাহ। কেননা আল্লাহ তা‘আলা বলেন, ‘(হে নবী!) আপনি বলুন, হে আমার বান্দাগণ! তোমরা যারা নিজেদের প্রতি অবিচার করেছ; আল্লাহর অনুগ্রহ থেকে হতাশ হয়ো না, নিশ্চয় আল্লাহ সমস্ত গুনাহ ক্ষমা করে দেবেন। নিশ্চয় তিনি ক্ষমাশীল, পরম দয়ালু’ (সূরা আয-যুমার : ৫৩)। ইবনু আব্বাস (রাযিয়াল্লাহু আনহুমা) বলেন, ‘কিছু লোক ছিল, যারা অন্যায় হত্যা করেছিল এবং অনেক করেছিল। আরও কিছু লোক ছিল, যারা ব্যভিচার করেছিল এবং অনেক করেছিল। তারা রাসূল (ﷺ)-এর কাছে আরয করল, আপনি যে ধর্মের দাওয়াত দেন, তা তো খুবই উত্তম, কিন্তু চিন্তার বিষয় হল এই যে, আমরা অনেক জঘন্য গোনাহ করে ফেলেছি। আমরা যদি ইসলাম গ্রহণ করি, তবে আমাদের তাওবাগ কবুল হবে কি? এর পরিপ্রেক্ষিতেই আলোচ্য আয়াত অবতীর্ণ হয়’ (ছহীহ বুখারী, হা/৪৮১০; ছহীহ মুসলিম, হা/১২২)। অতএব কোন ব্যক্তি অন্যায় করে তা ভুল বুঝতে পেরে তাওবাহ করে, তাহলে তাকেও আল্লাহ রাব্বুল আলামীন ক্ষমা করে দিবেন।
প্রশ্নকারী : রাকিব, ঢাকা।