উত্তর : পাগড়ী পরিধানের বিশেষ কোন ফযীলত নেই। এটি একটি পোশাক মাত্র। লুঙ্গী, জামা, গেঞ্জির মতই একটি পোশাক, যা রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর সময় পোশাক হিসাবে ব্যবহৃত হত (মুসলিম হা/১৩৫৯)। অতিরিক্ত ফযীলত সম্পর্কে যে হাদীছগুলো বর্ণিত সেগুলো সবই জাল (সিলসিলা যঈফাহ হা/১২৭-২৮; ফাতাওয়া আল-লাজনা আদ-দায়েমা, ২৪তম খণ্ড, পৃ. ৪২)।
প্রশ্নকারী : আল-আমীন, নওগাঁ।