উত্তর : যে কাজে আল্লাহ্র অবাধ্য হতে হয়, এমন পেশা ছেড়ে দিয়ে আল্লাহ নিকট ভালো কাজের তাওফীক কামনা করতে হবে। অবশ্যই আল্লাহ তার জন্য সুব্যবস্থা করে দিবেন, আল্লাহ তা‘আলা বলেন, وَ مَنۡ یَّتَوَکَّلۡ عَلَی اللّٰہِ فَہُوَ حَسۡبُہٗ ‘আর যে ব্যক্তি আল্লাহর উপর তাওয়াক্কুল করে তার জন্য আল্লাহই যথেষ্ট’ (সূরা আত-ত্বালাক্ব: ৩)। আল্লাহ তা‘আলা আরো বলেন, وَ مَنۡ یَّتَّقِ اللّٰہَ یَجۡعَلۡ لَّہٗ مَخۡرَجًا ‘আর যে কেউ আল্লাহর তাক্বওয়া অবলম্বন করে আল্লাহ তার জন্য (উত্তরণের) পথ করে দেবেন’ (সূরা আত-ত্বালাক্ব: ২)।
প্রশ্নকারী: যুবাইর, ময়মনসিংহ।