উত্তর: ভাইয়ের স্ত্রী যদি হিজাব পরে থাকে, প্রলোভনের ঝুঁকি না থাকে এবং একাকী না থাকাবস্থায় যরূরী ও প্রয়োজনীয় কথা বলা জায়েয (ফাতাওয়া আল-লাজনা আদ-দায়েমাহ, ফৎওয়া নং-১৫৬৩১)। তবে কথা বলার সময় চক্ষু নিম্নগামী রাখতে বাঞ্ছনীয় (সূরা আন-নূর: ৩০)।
প্রশ্নকারী : আব্দুল জাব্বার, যশোর।