উত্তর : আল্লাহ ত‘আলা বলেন, ‘আপনি কি লক্ষ্য করেননি, আল্লাহ কিভাবে উপমা দিয়ে থাকেন? সৎ বাক্যের তুলনা উৎকৃষ্ট বৃক্ষ- যার মূল সুদৃঢ় ও শাখা-প্রশাখা ঊর্ধ্বে বিস্তৃত, যা প্রতি মুহূর্তে ফল দান করে থাকে তার প্রতিপালকের অনুমতিক্রমে। আর আল্লাহ মানুষের জন্য উপমা এজন্য দেন যে, তারা যেন শিক্ষা অর্জন করে’ (সূরা ইবরাহীম ২৪-২৭)। উক্ত আয়াতে ‘লা ইলা-হা ইল্লাল্লা-হু’-এর ফযীলত বর্ণনা করা হয়েছে। রাসূল (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেন, ‘যে ব্যক্তি জেনে বুঝে এই বিশ্বাস নিয়ে মৃত্যুবরণ করবে যে, ‘আল্লাহ ব্যতীত প্রকৃত কোন উপাস্য নেই, সে ব্যক্তি অবশ্যই জান্নাতে প্রবেশ করবে’ (ছহীহ মুসলিম, হা/১৪৫, (ইফাবা হা/৪৩-৪৪); মিশকাত, হা/৩৭; বঙ্গানুবাদ মিশকাত, হা/৩৩)। একনিষ্ঠচিত্তে ‘লা ইলা-হা ইল্লাল্লা-হ’ পাঠকারী ক্বিয়ামতের দিন রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর শাফা‘আত লাভে ধন্য হবে (ছহীহ বুুখারী, হা/৯৯, (ইফাবা হা/৯৯, ১/৭৪ পৃ.), ‘ইলম’ অধ্যায়, অনুচ্ছেদ-৩৩)।
প্রশ্নকারী :আব্দুল গনী, মালায়েশিয়া।