উত্তর : আযান দেয়ার জন্য ওযূ শর্ত নয়। তাই ওযূ না থাকলেও আযান দেয়া যাবে। তবে আল্লাহর যত নিদর্শন আছে, তার অন্যতম একটি আযান। আল্লাহর এই আয়াত বা নির্দশনকে সম্মান করা মুমিনদের দায়িত্ব (সূরা আল-হজ্জ : ৩২)। তাছাড়া আযান যিকিরের অন্তর্ভুক্ত। আর যিকিরের জন্য ওযূ শর্ত না। উল্লেখ্য যে, ওযূবিহীন আযান দিলে আযান হবে না মর্মে যে হাদীছ বর্ণিত হয়েছে, তা যঈফ (যঈফ তিরমিযী, হা/২০০; যঈফুল জামে‘, হা/৬৩১৭)।
প্রশ্নকারী : শফীকুল ইসলাম, পশ্চিম, ভারত।