উত্তর : জীবিত ব্যক্তির কর্তিত অঙ্গ সেটি দুর্ঘটনার কারণে কাটা হোক কিংবা শরঈ দ- হিসাবে কাটা হোক কিংবা অন্য কোন কারণে কাটা হোক, সেটাকে গোসল দেয়া বা সেটার জানাযার ছালাত পড়া যাবে না। কাপড়ে পেঁচিয়ে সেটাকে কবরস্থানে দাফন করতে হবে কিংবা কোন ভাল ও অমর্যাদা করা হয় না এমন জায়গায় দাফন করতে হবে, যদি তার সন্নিকটে কোন কবরস্থান না থাকে (ফাতাওয়া আল-লাজনা আদ-দায়েমা, ৮/৪৪৮ পৃ.)।
প্রশ্নকারী : মুনীরুল ইসলাম, গোদাগাড়ী, রাজশাহী।