উত্তর : যাবে না। কারণ এর দ্বারা আল্লাহকেই গালি দেয়া হয়। রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, ‘আল্লাহ তা‘আলা বলেন, يُؤْذِيْنِى ابْنُ آدَمَ يَسُبُّ الدَّهْرَ وَأَنَا الدَّهْرُ بِيَدِى الأَمْرُ أُقَلِّبُ اللَّيْلَ وَالنَّهَارَ ‘আদম সন্তান যুগকে গালি দিয়ে আমাকে কষ্ট দেয়। কেননা আমিই যুগ। আমিই দিন-রাত্রি পরিবর্তন করে থাকি’ (ছহীহ বুখারী, হা/৪৮২৬ ও ৭৪৯১; মিশকাত, হা/২২)।
প্রশ্নকারী : উম্মে ইয়ামীন, দিনাজপুর।