উত্তর : রেডিও বা ক্যাসেট থেকে বেরিয়ে আসা ধ্বনিকে পড়া হিসাবে গণ্য করা জায়েয নয়। বরং অবশ্যই নিজেদেরকে পড়তে হবে (আস-সিয়লাতুল বাব আল-মাফতূহ, প্রশ্ন নং-৯৮৬)। তবে ঘরের লোকদের মধ্যে সূরা আল-বাক্বারাহ পড়তে পারার মত কেউ যদি না থাকে এবং ঐ ঘরে এসে পড়ে দিবে এমন কেউ যদি না থাকে; সেক্ষেত্রে তারা যদি ক্যাসেট-প্লেয়ার ব্যবহার করে, তাহলে ঘর থেকে শয়তানের পলায়ন করার ফযীলত হাছিল হবে। তবে ঘরে অবস্থানরত কাউকে উক্ত পড়া শুনতে হবে (মাজমূ‘ঊ ফাতাওয়া ইবনু বায, ২৪তম খণ্ড, পৃ. ৪১৩)।
প্রশ্নকারী : সাঈদ ইকবাল, লালমনিরহাট।