উত্তর : এমন ব্যক্তি প্রতিদিন একজন মিসকীনকে অর্ধ ছা‘ বা সোয়া এক কেজি খাদ্যবস্তু প্রদান করবে। ইবনু আব্বাস (রাযিয়াল্লাহু আনহুমা) বলেন,
الشَّيْخُ الْكَبِيْرُ وَالْمَرْأَةُ الْكَبِيْرَةُ لَا يَسْتَطِيْعَانِ أَنْ يَصُوْمَا فَيُطْعِمَا مَكَانَ كُلِّ يَوْمٍ مِسْكِيْنًا
‘এমন বয়োবৃদ্ধ পুরুষ কিংবা মহিলা, যাদের অসুস্থতা থেকে রোগমুক্তির আশা করা যায় না, তার পক্ষ থেকে একজন মিসকীনকে প্রতিদিন (অর্ধ ছা‘) খাদ্যবস্তু প্রদান করবে’ (দারাকুৎনী, হা/২৪০৬; সনদ ছহীহ, ইরওয়াউল গালীল, ৪/১৭ পৃ., হা/৯১২)।
প্রশ্নকারী : আব্দুর রশীদ বিন মশিয়ার, যশোর।