উত্তর : ই‘তিকাফে বসার জন্য মসজিদ শর্ত। নারী-পুরুষ কেউই বাড়ীতে ই‘তিকাফ করতে পারবে না। কারণ মসজিদ ছাড়া ই‘তিকাফ জায়েয নয় (আল-মাজমূউ, ৬/৫০৫ পৃ.)। যে মসজিদে জুমু‘আর ছালাত হয়, সেই মসজিদে ই‘তিকাফ করা উত্তম (আবূ দাঊদ, হা/২৪৭৩, সনদ ছহীহ)। তবে যে মসজিদে ছালাতের জামা‘আত হয় সেই মসজিদেও ই‘তিকাফ করা যাবে (বায়হাক্বী, আস-সুনানুল কুবরা, হা/৮৮৩৪; সনদ হাসান, আলবানী, ক্বিয়ামু রামাযান, পৃ. ২৭)। কিন্তু বাড়ীতে ই‘তিকাফ করা বিদ‘আত। ইবনু আব্বাস (রাযিয়াল্লাহু আনহুমা) বলেন,
إِنَّ أَبْغَضَ الأُمُورِ إِلَى اللهِ الْبِدَعُ وَإِنَّ مِنَ الْبِدَعِ الاِعْتِكَافَ فِى الْمَسَاجِدِ الَّتِى فِى الدُّورِ.
‘নিশ্চয় আল্লাহর নিকট সবচেয়ে নিকৃষ্ট কাজ হল, বিদ‘আত। আর তার মধ্যে একটি হল, বাড়ীর মসজিদে ই‘তিকাফ করা (বায়হাক্বী, আস-সুনানুল কুবরা, হা/৮৮৩৬; আলবানী, ক্বিয়ামু রামাযান, পৃ. ২৭)। মসজিদে মহিলাদের জন্য ই‘তিকাফের ব্যবস্থা থাকলে তারা ই‘তিকাফ করবে, ব্যবস্থা না থাকলে করবে না (ফাতাওয়া উছায়মীন, ২০/১১৪ পৃ.)।
প্রশ্নকারী : আব্দুল্লাহ সা‘আদাত, রংপুর।