উত্তর : যারা দুই ঈদ, জুমু‘আ কিংবা মাঝে মাঝে ছালাত আদায় করে তারা মূলত মানুষকে দেখানোর জন্য ছালাত পড়ে থাকে। যা উদাসিনতার শামিল ও শিরকে আছগারের অন্তর্ভুক্ত (সূরা আল-মাঊন : ৫-৬; মুসনাদে আহমাদ, হা/২৩৬৮০; সনদ ছহীহ, সিলসিলা ছহীহাহ, হা/৯৫১)। অথচ মুসলিমের আবশ্যিক দায়িত্ব হল কেবল মহান আল্লাহর সন্তুষ্টির জন্য ফরয ইবাদতগুলো নিয়মিত আদায় করা এবং তার উপর টিকে থাকা (সূরা আল-বাইয়েনাহ : ৫; ছহীহ মুসলিম, হা/৭৮২; আবূ দাঊদ, হা/১৩৬৮)। তবে যে ব্যক্তি ছালাত আদায় করবে না, সে নিঃসন্দেহে কুফুরী করবে। অলসতা ও অবহেলায় কোন মুসলিম যদি ছালাত আদায় না করে, তাহলে উক্ত অপরাধের কারণে সে জাহান্নামের তলদেশে নিক্ষিপ্ত হবে (সূরা মারইয়াম : ৫৯)। শাস্তি ভোগ করার পর আল্লাহ্র দয়ায় কালেমা ত্বাইয়েবার বরকতে মুক্তি পাবে এবং জান্নাতে প্রবেশ করবে (ইবনু মাজাহ হা/৬০, পৃ. ৭, সনদ ছহীহ)। কিন্তু কেউ ইচ্ছাকৃতভাবে ছালাত ছেড়ে দিলে এবং অস্বীকার করলে সে ইসলাম থেকে বের হয়ে যাবে এবং চিরস্থায়ী জাহান্নামী হবে (শায়খ আলবানী, হুকমু তারিকিছ ছালাহ, পৃৃ. ৬)।
প্রশ্নকারী : সাজজাদ সাওন, ঢাকা।