উত্তর : অবশ্যই মুখে উচ্চারণ করতে হবে; জিহ্বা দ্বারা উচ্চারণ করে পড়তে হবে। ছাহাবীগণ বললেন, ‘হে আল্লাহর রাসূল (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)! আমি কিভাবে আল্লাহর কাছে দু‘আ করব? রাসূল (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বললেন, তুমি বলবে ...’ (ছহীহ মুসলিম, হা/২৬৯৬; মিশকাত, হা/২৩১৭)। আইয়ূব (আলাইহিস সালাম) ও যাকারিয়া (আলাইহিস সালাম) সহ অন্যান্য নবীগণ আল্লাহর নিকট গোপনে দু‘আ করেছেন, কিন্তু যা বলেছেন তা মুখে উচ্চারণ করেছেন (সূরা মারইয়াম : ৩; সূরা আল-আম্বিয়া : ৮৩ ও ৮৭)। অনেকেই বলেছেন, সূরা ফাতিহা, রুকূ-সিজদার তাসবীহ, তাকবীর ও সালাম সবই মুখে উচ্চারণ করে জিহ্বা ও ঠোঁটের মাধ্যমে বলতে হবে। অন্যথা ছালাত শুদ্ধ হবে না (ফাতাওয়া শাবাকাতুল ইসলামিয়্যা, ৫ম খণ্ড, পৃ. ৪১২৬, ফৎওয়া নং-৩৪১৩৬)।
প্রশ্নকারী : তানভীর আহমাদ, নরসিংদী।