উত্তর : তারাবীহ ও তাহাজ্জুদ একই ছালাত (ছহীহ বুখারী, ১/১৫৪, হা/১১৪৭ এবং ১/৫০৪, হা/৩৫৬৯)। তাই একই রাতে তারাবীহ ও তাহাজ্জুদ পড়ার বিষয়টি হাদীছ দ্বারা প্রমাণিত নয়। এ জন্য যে ব্যক্তি তারাবীহ পড়বে, সে আর তাহাজ্জুদ পড়বে না। তবে যারা তাহাজ্জুদ পড়ায় অভ্যস্ত, তারা যদি ছালাতে বেশী কুরআন তেলাওয়াত করতে পারে তাহলে রামাযানে তাহাজ্জুদই পড়বে। এটাই উত্তম (ছহীহ বুখারী, হা/২০১০; মিশকাত, হা/১৩০১, পৃ. ১১৫)।
প্রশ্নকারী : ছিফাত আহমাদ, যশোর।