উত্তর : দাবা খেলা, পাশা খেলাসহ এ জাতীয় খেলার ব্যাপারে সরাসরি রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) থেকে নিষেধাজ্ঞা ও হুঁশিয়ারি বর্ণিত হয়েছে। বুরাইদাহ (রাযিয়াল্লাহু আনহু) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, ‘যে ব্যক্তি পাশা খেলল, সে যেন তার হাত শুকরের গোশত ও রক্তে রঙ্গিন করে তুলল’ (ছহীহ মুসলিম, হা/২২৬০)। আবূ মূসা আল-আশ‘আরী (রাযিয়াল্লাহু আনহু) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, ‘যে ব্যক্তি পাশা খেলল সে যেন আল্লাহ ও তাঁর রাসূলের নাফরমানী করল’ (সুনানে আবূ দাউদ, হা/৪৯৩৮)। রাসূল (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর উক্ত বক্তব্যের কারণেই ছাহাবায়ে কেরাম হুকুম জারি করেছেন মাত্র। তাছাড়া কোন ছাহাবীর বক্তব্য ছহীহ হাদীছ দ্বারা সমর্থিত হলে তা অবশ্যই গ্রহণযোগ্য ও পালনীয়। পক্ষান্তরে কোন ছাহাবীর বক্তব্য ছহীহ হাদীছের সাথে সাংঘর্ষিক হলে তা গ্রহণযোগ্য নয়।
প্রশ্নকারী : আব্দুর রাকীব, কলারোয়া, সাতক্ষীরা।