উত্তর : অসহায় অসচ্ছল হলে ধরা যেতে পারে, তবে কৃপণতা করা উচিত নয়। মোহরের নির্ধারিত কোন পরিমাণ নেই। রাসূল (ﷺ) বলেছেন, خَيْرُ الصَّدَاقِ أَيْسَرُهُ ‘উত্তম মোহরানা সেটাই যা আদায় করা অধিক সহজ’ (মুসতাদরাক হাকেম, হা/২৭৪২; বায়হাক্বী, সুনানুল কুবরা, হা/১৪৩৩২; সনদ ছহীহ, ছহীহুল জামে‘, হা/৩২৭৯)।
প্রশ্নকারী : মাহফুজুর রহমান, বাগাতিপাড়া, নাটোর।