উত্তর : দু‘আ কবুল হওয়ার অন্যতম শর্ত হল, হারাম খাদ্য, বস্ত্র, পানীয় ইত্যাদি পরিহার করা। কারণ হারাম মিশ্রিত কোন কথা আল্লাহর কাছে পৌঁছে না (সূরা আল-ফাত্বির : ১০)। হারাম উপার্জনে নিজেকে সম্পৃক্ত রেখে দু‘আ করলে সে দু‘আ আল্লাহর নিকট গৃহীত হবে না। রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) এক ব্যক্তির কথা উল্লেখ করেন, দীর্ঘ সফরের ক্লান্তিতে যার মাথার চুল বিক্ষিপ্ত, অবিন্যস্ত ও পুরো শরীর ধুলোমলিন। সে আসমানের দিকে হাত প্রশস্ত করে বলে, হে আমার প্রভু! হে আমার প্রভু! বলে দু‘আ করছে! অথচ তার খাদ্য ও পানীয় হারাম, তার পোশাক হারাম, তার জীবন-জীবিকাও হারাম। এমতাবস্থায় তার দু‘আ কিভাবে কবুল হতে পারে? (ছহীহ মুসলিম, হা/১০১৫; তিরমিযী, হা/২৯৮৯; মিশকাত, হা/২৭৬০)। তবে হারাম ছাড়ার তওবা করে দু‘আ করলে কবুল হবে ইনশাআল্লাহ (সূরা আন-নিসা : ১৭)।
প্রশ্নকারী : কবির আহমেদ, ফুলবাড়ী, দিনাজপুর।