উত্তর : জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দশ ব্যক্তি হচ্ছেন- নবী (ﷺ)-এর দশজন ছাহাবী। আব্দুর রহমান ইবনু আওফ (রাযিয়াল্লাহু আনহু) কর্তৃক বর্ণিত হাদীছে যাদের নাম উল্লেখ করা হয়েছে। নবী (ﷺ) বলেন, ‘আবূ বকর জান্নাতী, উমার জান্নাতী, আলী জান্নাতী, ত্বালহা জান্নাতী, যুবায়ের জান্নাতী, আব্দুর রহমান ইবনু আওফ জান্নাতী, সা‘দ ইবনু আবী ওয়াক্কাছ জান্নাতী, সাঈদ ইবনু যায়েদ জান্নাতী, আবূ উবাইদা ইবনুল র্জারাহ (রাযিয়াল্লাহু আনহুম) জান্নাতী’ (তিরমিযী, হা/৩৭৪৭, সনদ ছহীহ)। এরাছাড়া আরো কিছু ছাহাবীকেও জান্নাতের সুসংবাদ দেয়া হয়েছে। যেমন- খাদীজা বিনতে খুওয়ালিদ (রাযিয়াল্লাহু আনহা), আব্দুল্লাহ ইবনু সালাম (রাযিয়াল্লাহু আনহু), উক্কাশা ইবনু মুহছিন (রাযিয়াল্লাহু আনহু) প্রমুখ (ইসলাম সাওয়াল ওয়া জাওয়াব, ফৎওয়া নং-৫৮৫২)।
প্রশ্নকারী : মিকাঈল, সাতক্ষীরা।