উত্তর : মিউজিক যে কোন মাধ্যমে হোক, যা দ্বারা অন্যায়ের পথ উন্মোচন করে তা নিষিদ্ধ। কেননা ইসলামী শরী‘আতে সব ধরনের মিউজিক নিষিদ্ধ; চাই তা কোন যন্ত্রের সাহায্যে বা মানব দেহের কোন অঙ্গের দ্বারা, কারণ মানুষের অঙ্গের দ্বারা যা প্রকাশ করে তা অন্য মিউজিকের স্বাদৃশ্যপূর্ণ’ (বাদায়েঊল ফাওয়ায়েদ, ৩/৬৬৩ পৃ.)। মূলত হুকুম অর্পিত হয় তার উদ্দেশ্যকে কেন্দ্র করে, সরাসরি কোন বস্তুর উপর নির্ভর করে নয় (তালবীসে ইবলীস, পৃ. ২৭৪)।
প্রশ্নকারী : নাঈম, কাহালু, বগুড়া।