উত্তর : পিতা-মাতার সাথে সর্বদা সদ্ব্যবহারই করতে হবে। তা যেকোন পরিস্থিতিতেই হোক না কেন। রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেন, ‘উত্তম ব্যবহারের হক্বদার মা, অতঃপর মা, অতঃপর মা, অতঃপর পিতা (ছহীহ বুখারী, হা/৫৯৭১)। একদিন রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর নিকট একজন ছাহাবী এসে জিজ্ঞেস করলেন, আমার মা আমার কাছে আসে অথচ সে মুশরিক। আমি কি তার সাথে ভালো ব্যবহার করব? রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বললেন, ‘হ্যাঁ, তার সাথে ভালো ব্যবহারই করবে’ (ছহীহ বুখারী, হা/৩১৮৩)। অর্থাৎ শুধু সাধারণ পাপীই না; অমুসলিম হলেও তারা ভালো ব্যবহারই পাওয়ার যোগ্য। আত্মীয়-স্বজনের সাথে সুসম্পর্ক বজায় রাখার ব্যাপারে কুরআন-সুন্নাহয় বেশ গুরুত্বারোপ করা হয়েছে (সূরা আন-নিসা : ১)। এক্ষেত্রে করণীয় হল, তাদেরকে সুন্দর ভাষায় নছীহত করতে থাকা এবং হক্বের দাওয়াত দেয়া। আর দ্বীন পালনে তারা কোন ক্ষতি না করলে তাদের সাথে সর্বদা ভালো ব্যবহার করা। কারণ হাদীছে এসেছে তাদের সাথে সদাচরণ করলে মহান আল্লাহ তার সাথে ভালো সম্পর্ক রাখেন (ছহীহ বুখারী, হা/৪৮৩০)।
প্রশ্নকারী : রোকন, মিরপুর, ঢাকা।