উত্তর : শায়খুল ইসলাম ইমাম ইবনু তাইমিয়্যাহ (রাহিমাহুল্লাহ) বলেন, ‘যারা মাঝে মধ্যে ছালাত পড়ে ও ছেড়ে দেয় তাদের মধ্যে ঈমান এবং নেফাক্ব উভয়টি বিদ্যমান। তাদের ব্যাপারে মীরাছ সহ ইসলামের হুকুম জারি হবে (মাজমূঊল ফাতাওয়া, ৭/৬১৭ পৃ.)।
প্রশ্নকারী : ইবনু শহীদুল, হাজারীবাগ, ঢাকা।