উত্তর : জুমু‘আর আযান একটি। ইমাম খুৎবা দেয়ার জন্য যখন মিম্বারে বসবেন, তখন মুয়াযযিন আযান দিবে (ছহীহ বুখারী, হা/৯১৫ ও ৯১৬, (ইফাবা হা/৮৬৯ ও ৮৭০, ২/১৮৩ পৃ.)। রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম), আবুবকর ও ওমর (রাযিয়াল্লাহু আনহুমা)-এর আমলে এবং ওছমান (রাযিয়াল্লাহু আনহু)-এর খেলাফতের প্রথমাংশে জুমু‘আর আযান একটিই ছিল। অতঃপর মানুষের সংখ্যা যখন বেড়ে গেল, তখন ওছমান (রাযিয়াল্লাহু আনহু) মসজিদে নববীর অনতিদূরে ‘যাওরা’ নামক বাজারে জুমু‘আর পূর্বে আরেকটি আযান চালু করেন (ছহীহ বুখারী, হা/৯১২, (ইফাবা হা/৮৬৬, ২/১৮১); মিশকাত, হা/১৪০৪; বঙ্গানুবাদ মিশকাত হা/১৩২০, ৩/১৯৬ পৃ.)। উল্লেখ্য, জুমু‘আর ছালাতের জন্য দুই আযান দেয়ার যে প্রথা বর্তমান সমাজে চালু আছে তা সুন্নাত সম্মত নয়।
প্রশ্নকারী : হেদায়াতুল্লাহ, পাবনা।