উত্তর : সরকারী বা বেসরকারী কোন কর্মকর্তা বা কর্মচারী তার দায়িত্ব পালনের জন্য নিয়মিত বেতন/ভাতা পাওয়া সত্ত্বেও যদি বাড়তি কিছু অবৈধ পন্থায় গ্রহণ করে, তাহলে তা ঘুষ হবে। যা গ্রহণ করা বৈধ নয় (ছহীহ বুখারী, হা/২৫৯৭)। তবে মনের আকাঙ্ক্ষা ও চাওয়া পাওয়ার আশা ছাড়াই কেউ যদি হাদিয়া হিসাবে দেয়, তা বৈধ হবে (আদাবুল মুফরাদ, হা/৫৯৪, সনদ ছহীহ)। নিঃস্বার্থভাবে, বিনিময় ছাড়া, চাওয়া ব্যতীত ও স্বতঃস্ফূর্তভাবে নিজেদের মধ্যে যে আদান-প্রদান হয় তাই হাদিয়া। কেউ যদি খুশি হয়ে কিছু দেয়, তাহলে তা স্বাচ্ছন্দ্যে নেয়া যায় (সূরা আন-নিসা : ৪)। সেটা ঘুষ বা হারাম হবে না। তবে বর্তমানে প্রচলিত ঘুষ, দুর্নীতি ও আত্মসাতের যুগে এগুলো থেকে বেঁচে থাকার যথাসাধ্য চেষ্টা করাই ভাল। আল্লাহই অধিক অবগত।
প্রশ্নকারী : সালমা খাতুন, যশোর।