উত্তর : রামাযান ব্যতীত অন্য কোন মাসে পুরো ছিয়াম পালন করা যাবে না। তাই পুরো শা‘বান মাস ছিয়াম পালন করা যাবে না। তবে রাসূল (ﷺ) রামাযানের পরে অন্য মাসের তুলনায় বেশি ছিয়াম পালন করতেন (ছহীহ বুখারী, হা/১৯৭১)। শা‘বান মাসে বেশি বেশি ছিয়াম রাখা মুস্তাহাব। তবে যারা শা‘বানের প্রথম থেকে নিয়মিত ছিয়াম পালন করেন, তাদের জন্য শেষার্ধে ছিয়াম পালন করা উচিত নয়। কারণ রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, إِذَا انْتَصَفَ شَعْبَانُ فَلَا تَصُوْمُوْا ‘যখন শা‘বান মাস অর্ধেক অতিবাহিত হয়, তখন তোমরা আর (নফল) ছিয়াম রেখো না’ (আবূ দাঊদ, হা/২৩৩৭; মিশকাত, হা/১৯৭৪, সনদ ছহীহ)। অবশ্য যদি কেউ অভ্যস্ত হন বা মানত করে থাকেন, তারা শেষের দিকেও ছিয়াম পালন করতে পারবেন (ছহীহ বুখারী, হা/১৯১৪; মিশকাত, হা/১৯৭৩, ২০৩৮)।
প্রশ্নকারী : মামূনুর রশীদ, বিড়ালদহ, রাজশাহী।