উত্তর : সঊদী আরবের স্থায়ী ফাতাওয়া কমিটি এ বিষয়ে বলেন, ঝাড়ফুঁক সরাসরি অসুস্থ ব্যাক্তির উপর করতে হবে। দূর থেকে মাইক্রোফোন বা মোবাইলের মাধ্যমে ঝাড়ফুক করা রাসূল (ﷺ)-এর সুন্নত বিরোধী কাজ। কারণ এমন কাজ ছাহাবী ও তাবেঈ কেউ করেননি। রাসূল (ﷺ) বলেন, কেউ আমাদের এ শরী‘আতে নেই এমন কিছুর অনুপ্রবেশ ঘটালে তা প্রত্যাখ্যাত’ (ফাতওয়া আল-লাজনা আদ-দায়েমাহ, ১/৯২ পৃ.)। তবে তার জন্য দূর থেকে দু‘আ করবে। কারণ রাসূল (ﷺ) বলেন,
دَعْوَةُ الْمَرْءِ الْمُسْلِمِ لِأَخِيهِْ بِظَهْرِ الْغَيْبِ مُسْتَجَابَةٌ عِنْدَ رَأْسِهِ مَلَكٌ مُوَكَّلٌ كُلَّمَا دَعَا لِأَخِيْهِ بِخَيْرٍ قَالَ الْمَلَكُ الْمُوَكَّلُ بِهِ آمِيْنَ وَلَكَ بِمِثْلٍ
‘একজন মুসলিম বান্দা তার ভাইয়ের অনুপস্থিতিতে তার জন্য দু‘আ করলে তা কবুল হয়। তার মাথার নিকটে একজন ফেরেশতা নিয়োজিত থাকেন, যখন সে তার ভাইয়ের জন্য কল্যাণকর প্রার্থনা করে তখন নিয়োজিত ফেরেশতা বলে থাকে ‘আমীন’ এবং তোমার জন্যও অবিকল তাই’ (ছহীহ মুসলিম, হা/২৭৩৩)।
প্রশ্নকারী : গোলাম রাব্বি, বরিশাল।