উত্তর : যেকোন মুসলিম ব্যক্তির কবর যিয়ারত করতে গিয়ে নিম্নের দু‘আ পাঠ করবে-
اَلسَّلاَمُ عَلَيْكُمْ أَهْلَ الدِّيَارِ مِنَ الْمُؤْمِنِيْنَ وَالْمُسْلِمِيْنَ وَإِنَّا إِنْ شَاءَ اللّٰهُ بِكُمْ لَلاَحِقُوْنَ نَسْأَلُ اللّٰهَ لَنَا وَلَكُمُ الْعَافِيْةَ
উচ্চারণ : আস্সালা-মু ‘আলাইকুম আহ্লাদ দিয়া-রি মিনাল মু’মিনীনা ওয়াল মুস্লিমীনা। ওয়া ইন্না ইংশা-আল্ল-হু বিকুম লালা-হিকূন। নাস্আলুল্ল-হা লানা ওয়া লাকুমুল ‘আ-ফিয়াহ।
অর্থ : ‘হে কবরবাসী মুমিন ও মুসলিম! তোমাদের প্রতি শান্তি বর্ষিত হৌক। আমরাও তোমাদের সাথে মিলিত হব ইনশাআল্লাহ। আমরা আল্লাহর নিকট আমাদের জন্য এবং তোমাদের জন্য নিরাপত্তা প্রার্থনা করছি’ (ছহীহ মুসলিম হা/৯৭৪)। অন্য আরেকটি দু‘আও পড়া যায়-
اَلسَّلاَمُ عَلَيْ أَهْلِ الدِّيَارِ مِنَ الْمُؤْمِنِيْنَ وَالْمُسْلِمِيْنَ وَيَرْحَمُ اللّٰهُ الْمُستَقْدِمِيْنَ مِنَ الْمُسْتَأْخِرِيْنَ وَإِنَّا إِنْ شَاءَ اللّٰهُ بِكُمْ لَلاَحِقُوْنَ
উচ্চারণ : আস্সালা-মু ‘আলা আহ্লিদ দিয়া-রি মিনাল মু’মিনীনা ওয়াল মুস্লিমীনা। ওয়া ইয়ারহামুল্ল-হুল মুস্তাক্বদিমীনা ওয়াল মুসতা’খিরীনা। ওয়া ইন্না ইংশা-আল্ল-হু বিকুম লালা-হিকূন।
অর্থ : ‘কবরবাসী মুমিন ও মুসলিমদের প্রতি শান্তি বর্ষিত হৌক! অবশ্যই আমরাও তোমাদের সাথে মিলিত হব ইনশাআল্লাহ। আমরা আল্লাহর নিকট আমাদের জন্য এবং তোমাদের জন্য নিরাপত্তা প্রার্থনা করছি’ (ছহীহ মুসলিম হা/৯৭৪, ১/৩১৩ পৃঃ)।
প্রশ্নকারী : আব্দুর রহীম, রাজশাহী বিশ্ববিদ্যালয়।