উত্তর : যাকাতের অন্যতম একটি শর্ত হল- সম্পদের মালিক হওয়া (সূরা আত-তওবাহ : ১০৩; সূরা আল-মা‘আরিজ : ২৪)। সুতরাং যিনি সম্পদের মালিক তিনিই যাকাত দেবেন। তার টাকা থেকে কে খরচ করছে বা কে রাখছে সেটা বড় বিষয় নয়। তবে পিতা যদি টাকার মালিক হন, তাহলে তিনি যাকাত আদায় করবেন।
প্রশ্নকারী : আব্দুল্লাহ আল-মানছূর, রামপুরা ঢাকা।