উত্তর : এমতাবস্থায় আপনি যে রাক‘আত পাবেন সেটা আপনার প্রথম রাক‘আত হিসাবে গণ্য হবে। ইমাম ছাহেবের সালাম ফিরানোর পর ছুটে যাওয়া বাকী ছালাতগুলো আপনাকে পড়ে নিতে হবে। ইমাম ছাহেবকে যে অবস্থায় পাবেন সে অবস্থায় ছালাতে যোগদান করতে হবে (তিরমিযী, হা/৫৯১; মিশকাত, হা/১১৪২; সনদ ছহীহ, ছহীহুল জামে‘, হা/২৬১)। অন্যত্র রাসূলুল্লাহ বলেন, فَمَا أَدْرَكْتُمْ فَصَلُّوْا وَمَا فَاتَكُمْ فَأَتِمُّوْا ‘ছালাতের যে অংশটুকু তোমরা পাও সেটুকু আদায় কর এবং যেটুকু বাদ পড়ে, সেটুকু পূর্ণকর’ (ছহীহ বুখারী, হা/৬৩৫; ছহীহ মুসলিম, হা/৬০২; আবূ দাঊদ, হা/৫৭২; তিরমিযী, হা/৩২৭; নাসাঈ, হা/৮৬১; ইবনু মাজাহ, হা/৭৭৫; মিশকাত, হা/৬৮৬)।
প্রশ্নকারী : নূরে আলম, দিনাজপুর।